মালদা-হরিশ্চন্দ্রপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নমূলক কাজ ও জনকল্যাণমূলক প্রকল্পের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় শুরু হলো ‘উন্নয়নের পাঁচালী’ ট্যাবলো প্রচার। শনিবার সকালে ভবানীপুর ব্রিজ মোড়ে দলীয় পতাকা উড়িয়ে এই প্রচারের শুভ সূচনা করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও হরিশ্চন্দ্রপুর ১ (এ) ব্লক সভাপতি মুশারফ হোসেন। ২০১১ সাল থেকে মা–মাটি–মানুষের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক সুরক্ষা ও পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে ধরতেই এই উদ্যোগ। এদিন হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর, হরিশ্চন্দ্রপুর ও ভিঙ্গোল এই তিনটি অঞ্চলের ট্যাবলো উদ্বোধন করা হয়। এই ট্যাবলো গুলি আজ থেকেই এই তিনটি অঞ্চলের প্রতিটি বুথ ও পাড়ায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে আরও সুদূরপ্রসারী ও কার্যকর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী তাজমুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্লক সভাপতি মুশারফ হোসেন বলেন,তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর থেকে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে সেইসব প্রকল্পের কথা তুলে ধরতেই পাঁচালীর গান রচনা করা হয়েছে। সেই গানই ট্যাবলোর মাধ্যমে পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।
বুথে বুথে পৌঁছবে উন্নয়নের বার্তা, হরিশ্চন্দ্রপুরে তিন অঞ্চলের ট্যাবলো উদ্বোধন।












Leave a Reply