মন্ত্রী তাজমুলের গড়ে নতুন রাজনৈতিক সমীকরণ? মতিউর রহমানকে সামনে রেখে গুটি সাজানোর জল্পনা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– খেলার মঞ্চ থেকে জনপ্রিয় হিন্দি সিনেমার ডায়লগ উল্লেখ করে ইঙ্গিত পূর্ণ মন্তব্য। আগামী তিন চার দিনের মধ্যে বড় চমকের ঘোষণা। ফের তৃণমূল নেতাদের প্রশংসা। মন্ত্রী তাজমুলের গড় হরিশ্চন্দ্রপুরে বিশিষ্ট ব্যবসায়ি তথা গত একুশে বিজেপির প্রার্থী মতিউর রহমান।তৃণমূলে যোগদান কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। যিনি সামাজিক কল্যাণমূলক কর্মসূচির জন্য এখন গরিবের বন্ধু নামে জনপ্রিয়।হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় গড়গড়ি মাঠে আদিবাসীদের দাড়া পরিচালিত বীর বিরসা মুন্ডা কাপ ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত হয়ে ছিলেন মতিউর রহমান।তার সাথে ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেফজুর আলী, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। প্রসঙ্গত এলাকায় ক্রীড়া ক্ষেত্রে বারবার সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন গরীবের বন্ধু মতিউর রহমান ।এর আগে তিনি বিভিন্ন খেলার মঞ্চ থেকে ২৬ এর বিধানসভা ভোটে টি-টোয়েন্টি খেলা হওয়ার ডাক দিয়েছেন। এবার তিনি জিতবেন এটাও বলেছেন। কিন্তু কোন দলের হয়ে সেটা স্পষ্ট করেননি।তবে বিভিন্ন ঘটনাক্রমে তার তৃণমূলে যোগদানের জল্পনা জোড়ালো হয়েছে।এদিন মঞ্চ থেকে হিন্দি জনপ্রিয় ফিল্মের ডায়লগ উদ্ধৃত করে তিনি বলেন,’ ঠাকুর তো গেঁয়ো।’ কাকে তিনি ইঙ্গিত করেছেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে।আর এদিন তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং আগামী ২২ তারিখে চমক দেওয়ার ঘোষণা তে চর্চা আরো বেড়েছে।সাথে আজ উপস্থিত তৃণমূল নেতারাও তার প্রশংসা করেন। প্রসঙ্গত রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুলের হোসেনের হরিশ্চন্দ্রপুরে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত শাসকদল।দলের মধ্যেই মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ।এই আবহে সমাজ সেবক হিসেবে জনপ্রিয় স্বচ্ছ ভাব মূর্তির মতিউর রহমান কে সামনে রেখেই গুটি সাজাতে পারে শাসকদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *