মালদা, নিজস্ব সংবাদদাতা:– ইডির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ, কালিয়াচকে প্রতিবাদ মিছিল
কেন্দ্রের বিজেপি সরকারের ইশারায় কাজ করা তথাকথিত নিরপেক্ষ তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছে। সেই প্রতিবাদের আঁচ এবার মালদা জেলার কালিয়াচকেও এসে পৌঁছাল। শুক্রবার কালিয়াচক–১ ব্লকে ইডির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস।
কালিয়াচক–১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সারিউল শেখের নেতৃত্বে কালিয়াচক হাই স্কুল প্রাঙ্গণ থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি কালিয়াচক চৌরঙ্গী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে চৌরঙ্গী মোড়ে এসে সমবেত হয়। মিছিলে তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিক্ষোভ চলাকালীন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। “ইডি নয়, বিজেপির দালাল”, “গণতন্ত্র হত্যা বন্ধ করো”—সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিকভাবে নির্বাচনে ব্যর্থ হয়ে বিজেপি এখন ইডি ও অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে রাজ্যে ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।
চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্লক সভাপতি সারিউল শেখ বলেন, “বিজেপি ভালো করেই জানে বাংলায় তাদের কোনও রাজনৈতিক ভবিষ্যৎ নেই। তাই ভোটের আগে ইডি-সিবিআইকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে।” তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের ভোট কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাকের দপ্তরে হানা দিয়ে গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেওয়ার মতো ঘটনার মধ্য দিয়েও সেই ষড়যন্ত্র স্পষ্ট হয়েছে।
সভা থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে সারিউল শেখ বলেন, “কেন্দ্র যতই ইডি বা সিবিআই নামাক না কেন, তৃণমূল কংগ্রেস দমে যাওয়ার দল নয়। বাংলার মানুষ এই রাজনৈতিক ষড়যন্ত্রের উপযুক্ত জবাব আবারও ভোট বাক্সের মাধ্যমেই দেবে।”
এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কালিয়াচক চৌরঙ্গী এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে সামান্য ব্যাঘাত ঘটে, তবে পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে।
ভোটের আগে ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের।












Leave a Reply