আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- SSB-এর ১৭ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে এবং মাকড়াপাড়া ডি কোম্পানির সহযোগিতায় শুক্রবার মাদারীহাট–বীরপাড়া ব্লকের দলমোড় চা বাগান সংলগ্ন ত্রিবেণী স্কুলে এক মানবিক কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঠমুখী করা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে SSB-এর পক্ষ থেকে ক্রিকেট সামগ্রী, ক্যারম বোর্ড, ভলিবল নেট, ভলিবল সহ নানা ধরনের ক্রীড়া উপকরণ প্রদান করা হয়।SSB সূত্রে জানা গিয়েছে, বিদ্যালয় স্তরে খেলাধুলার প্রসার ঘটানো, ছাত্রছাত্রীদের শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে সক্রিয় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় লুকশান নেপালি প্রাইমারি স্কুল, চেংমারি চা বাগান হাইস্কুল, লাল ঝামেলা বস্তি প্রাইমারি স্কুল সহ আরও একাধিক বিদ্যালয়কে খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SSB-এর সেকেন্ড-ইন-কমান্ড্যান্ট রাজেশ কুমার সিং। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট সুবীর ঘোষ, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট প্রাণ গোবিন্দ দাস, বীরপাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দ্বীপেশ দোরজি সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মানবিক উদ্যোগে এগিয়ে SSB, চা বাগান সংলগ্ন বিদ্যালয়ে ক্রীড়া উপকরণ প্রদান।












Leave a Reply