ডোমকল, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদের ডোমকলে বৃহস্পতিবার সন্ধ্যায় এক মর্মান্তিক মোটরবাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আলমগীর শেখ (৩৫)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর স্ত্রী ও শালী।
ঘটনা ঘটেছে ডোমকল থানার জিতপুর নতুনপাড়া এলাকায়। জানা গেছে, আলমগীর তাঁর স্ত্রী ও শালীকে সঙ্গে নিয়ে খালা-শাশুড়ির বাড়িতে খাওয়া-দাওয়ার পর মামা-শ্বশুরবাড়ি ফেরার পথে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোলের সঙ্গে ধাক্কা মারে। ধাক্কায় তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার মুহূর্তে বাইকটি একটি সরাসরি ইলেকট্রিক পোলের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাস্থলেই আলমগীর শেখের মৃত্যু হয়। আহত স্ত্রী ও শালীকে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তাঁদের শারীরিক অবস্থার গুরুতরতা বিবেচনা করে চিকিৎসকেরা তাঁকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃত আলমগীর শেখের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের বাড়ি খয়রামারি গ্রামে এবং বর্তমানে তিনি মানিকনগরের খালার বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়দের মধ্যে দুর্ঘটনার পরে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন এলাকায় নিরাপত্তা ও পথপরিচালনা বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করছে।
মোটরবাইকের ইলেকট্রিক পোল ধাক্কার মর্মান্তিক দুর্ঘটনা, একজনের মৃত্যু।












Leave a Reply