রেশম চাষিদের আয় বৃদ্ধিতে বহরমপুরে কেন্দ্রীয় রেশম বোর্ডের উদ্যোগ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদের বহরমপুরে রেশম শিল্পকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হলো। কেন্দ্রীয় রেশম উৎপাদন ও গবেষণা প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় রেশম বোর্ডের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৬, অনুষ্ঠিত হলো রেশম কৃষি মেলা।
এই মেলায় এক ছাদের তলায় মিলিত হন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রেশম চাষি, গবেষক ও সংশ্লিষ্ট আধিকারিকরা। রেশম চাষের আধুনিক প্রযুক্তি, উন্নত মানের তুঁত ও বীজ, রেশম পোকা পালনের বৈজ্ঞানিক পদ্ধতি থেকে শুরু করে সুতা উৎপাদনের আধুনিক কৌশল—সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মেলার মূল লক্ষ্য ছিল রেশম চাষিদের আয় বৃদ্ধি, তাঁদের স্বনির্ভর করে তোলা এবং রেশম শিল্পের ভবিষ্যৎকে আরও মজবুত করা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কীভাবে কম খরচে বেশি উৎপাদন সম্ভব, সে বিষয়েও চাষিদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
কেন্দ্রীয় রেশম বোর্ডের অন্তর্গত কেন্দ্রীয় রেশম গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আয়োজিত এই মেলার শুভ সূচনা করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী রুবিয়া সুলতানা। তিনি ফিতে কেটে মেলার উদ্বোধন করেন। পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলন ও তুঁত গাছে জল দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে।
উদ্বোধনী ভাষণে তিনি বলেন, রেশম শিল্প মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী শিল্পগুলির অন্যতম। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে এই শিল্পকে আরও লাভজনক করে তোলা গেলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
আয়োজকদের আশা, এই ধরনের রেশম কৃষি মেলা চাষিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং আগামী দিনে মুর্শিদাবাদের রেশম শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *