মালদা, নিজস্ব সংবাদদাতা:- বাংলা জুড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED ও CBI-এর দৌরাত্ম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগভিত্তিক হেনস্তার প্রতিবাদে কলকাতার ৩৯ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি জেলা যুব কংগ্রেসের নেতা মোহম্মদ মাজিদের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বের হয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। যুব কংগ্রেসের কর্মী ও সমর্থকরা হাতে হাতে দলীয় পতাকা নিয়ে কেন্দ্রীয় এজেন্সী এবং বিজেপি-এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
উদ্যোগের সময় উপস্থিতদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করলেও শান্তিপূর্ণভাবে মিছিলটি সম্পন্ন হয়। যুব কংগ্রেসের নেতৃত্ব জানিয়েছে, এই ধরনের প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তারা গণতান্ত্রিক অধিকার রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করতে চায়।
৩৯ নম্বর ব্লক থেকে যুব কংগ্রেসের শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিল।












Leave a Reply