নিজস্ব সংবাদদাতা, মালদা,০১ জুলাই:- তৃনমূলের মিটিং এ যেতে অস্বীকার
করায় রাতের অন্ধকারে এক সিপিআইএম কর্মীকে বেধরক ভাবে মারধরের অভিযোগ উঠেছে তৃনমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী ও তার দলবলের বিরুদ্ধে।এই নিয়ে শুক্রবার রাত আটটা নাগাদ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিনগর গ্ৰামে।অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর ১৩ নং আসনের তৃনমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী মকরম আলি ওরফে স্বপন আলি ও তার দলবলের বিরুদ্ধে।আহত হয়েছেন সিপিআইএম কর্মী মজিবুল রহমান।তবে মারধরের অভিযোগটি একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃনমূল।এই নিয়ে এদিন রাতে সিপিআইএম এর নেতা কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন।আহত মজিবুল রহমানের পরিবার রাতেই স্বপন আলি সহ চার জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,এদিন সন্ধ্যায় আলিনগর ১ নং বুথে ছিল তৃনমূলের বুথ মিটিং।তৃনমূলের কর্মীরা মিটিং এ যাওয়ার জন্য মজিবুল রহমানকে ডাকতে আসেন। তখন সে বাড়ি সামনে দাঁড়িয়ে ছিল এবং মিটিং এ যেতে সরাসরি অস্বীকার করেন।এতেই তৃনমূলের কর্মীরা তার উপরে চড়াও হয়ে বেধরক ভাবে মারধর
করেন বলে অভিযোগ।খবর পেয়ে তৃনমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী স্বপন আলি ঘটনাস্থলে ছুটে আসেন।সেও মজিবুল রহমানকে মারধর করেন এবং তার গলা টিপে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেন বলে অভিযোগ।তৃনমূলের দলবলের মারধরে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন সিপিআইএম কর্মী মজিবুল রহমান।পরিবারের লোকেরা রাতে আহত মজিবুল কে হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করান।বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।