রবিবার পূর্ব বর্ধমান জেলা জুড়ে চলল পরিচ্ছন্নতা অভিযান।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – পূর্ব বর্ধমান জেলাশাসক পূর্ণেন্দু মাঝির নির্দেশ মোতাবেক রবিবার পূর্ব বর্ধমান জেলা জুড়ে চলল পরিচ্ছন্নতা অভিযান। পূর্ব বর্ধমান জেলার অনাময় হাসপাতাল সংলগ্ন এলাকা ও শক্তিগড় ল্যাংচা হাব সংলগ্ন এলাকা জুড়ে পরিচ্ছন্নতা অভিযানে সামিল হয়েছিলেন, অতিরিক্ত জেলাশাসক(শিক্ষা ) সানা আক্তার, বর্ধমান উত্তর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, বর্ধমান দুই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবদ্বীপ রায় , পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, বৈকুন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, পঞ্চায়েত সদস্য আজাদ রহমান।
রবিবার মূলত যত্রতত্র পড়ে থাকা কাগজ,প্লাস্টিক ও পড়ে থাকা খাবারের প্যাকেট তুলে নির্দিষ্ট ব্যাগে রেখে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন উপস্থিত আধিকারিকরা। বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি নালা নর্দমায় জীবাণুনাশক স্প্রে করতেও দেখা যায় উপস্থিত অধিকারিকদের।
ময়লা আবর্জনা যত্রতত্র না পেলে ডাস্টবিনে ফেলার অভ্যাস, সাথে সাথে যেখানে সেখানে ময়লা ফেললে তার প্রতিবাদ করার কথা বলেন অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা )সানা আক্তার।
বিডিও সুবর্ণা মজুমদার বলেন জেলা শাসকের নির্দেশ অনুযায়ী আমরা পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি। জেলার প্রতিটা ব্লক জুড়েই হচ্ছে এই কার্যক্রম। আমরা অনাময় হাসপাতাল সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি তবে অনাময় হাসপাতাল সংলগ্ন এলাকায় যাচ্ছেতাই ভাবে নোংরা ছড়িয়ে আছে। অনেকদিন ধরেই পরিষ্কার করার কথা শুনে আসছিলাম। রবিবার অনেকটাই আমরা পরিষ্কার করতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *