বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের অন্তর্গত কল্যাণপুর শান্তমণি স্মৃতি সংঘের উদ্যোগে মহালয়ার পুণ্য লগ্নে নবরূপে দুর্গা মন্দিরের উদ্বোধন করা হয়।

0
389

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ-অকাল বোধনেই উদ্বোধন দুর্গা মন্দিরের। তবে নবরূপে। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের অন্তর্গত কল্যাণপুর শান্তমণি স্মৃতি সংঘের উদ্যোগে মহালয়ার পুণ্য লগ্নে নবরূপে দুর্গা মন্দিরের উদ্বোধন করা হয়। এই মন্দিরের উদ্বোধন করেন দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ, দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল খান, পদুমা পঞ্চায়েতের প্রধান সেখ সবের মহম্মদ, পদুমা অঞ্চল সভাপতি তরুন গড়াই সহ কল্যাণপুর শান্তমণি স্মৃতি সংঘের সদস্য ও গ্রামবাসীরা। এদিন গ্রামের পুরুষ ও মহিলারা স্থানীয় পুকুর থেকে ঘটে বারি এনে মন্দিরে নিয়ে আসেন। তারপর চলে হোম, যজ্ঞ ও পুজোপাঠ। কল্যাণপুর শান্তমণি স্মৃতি সংঘের সদস্যরা জানান, বিগত ১৫ বছর ধরে আমরা এখানে পুজো করে আসছি। তবে প্রতিবছর প্যাণ্ডেল করে পুজো হত। কিন্তু এ বছর ক্লাব ও গ্রামবাসীদের পক্ষ থেকে মন্দির তৈরি করা হয়। এই দুর্গা মন্দির তৈরি করতে প্রায় ১২ লক্ষ টাকা ব্যয় হয়। তাঁরা আরও জানান, আমরা সরকারের যে অনুদান পেয়ে থাকি সেই টাকা আমরা দুর্গা পুজোয় খরচ করি। উল্লেখ্য, এই ক্লাব শুধু পুজো করে না। সারা বছর বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here