জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ – রবিবার বিকেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে স্বপ্নের শতবর্ষ পরিচালনায় ইস্টবেঙ্গল এর সদস্য ও সমর্থক বৃন্দ সহযোগিতা করছে শিশু চাইলড ডেভেলপমেন্ট ফোরাম জলপাইগুড়ি। করোনাভেলি চা বাগানের শিশুদের জন্য বস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করলো ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য ও সমর্থক বৃন্দরা। করলা ভ্যালি চা বাগানে তারা উপস্থিত হয়ে পুজোর নতুন বস্ত্র তুলে দিলেন। নতুন জামাকাপড় পেয়ে খুশি প্রকাশ করেছেন চা বাগানের শিশুরা। আজকের এই দিনে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল জুনিয়র উত্তরবঙ্গের লিয়াজো সৌমিক মজুমদার, রবিন মজুমদার সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সমর্থকবৃন্দরা। বস্ত্রদান কর্মসূচিতে এসে ইস্টবেঙ্গল জুনিয়র উত্তরবঙ্গের লিয়াজো মজুমদার বলেন এ ধরনের কাজ করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। এ বিষয়ে ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন খেলোয়াড় জিতেন রাই বলেন আজকের অনুষ্ঠানে আসতে পেরে দারুণ ভালো লাগছে। শিশু চাইলড ডেভেলপমেন্ট ফোরামের তরফে মধুমিতা দাস বলেন ইস্টবেঙ্গল ক্লাবের এই উদ্যোগ কে সাধুবাদ জানাই।