বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- বীরভূমের পারুলডাঙা গ্রামের
বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় পুজোর ছুটির ঠিক প্রাক্কলে ছাত্র ছাত্রীদের ঘরোয়া এক প্রাণবন্ত অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠল সমস্ত স্কুল প্রাঙ্গন।
বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সকলে সমবেত ভাবে বিভিন্ন গান, কবিতা ও নাচের মাধ্যমে আগমনীর আরাধনা ও শারদ বন্দনা ভরিয়ে তোলে ।
এছাড়াও বিশেষ আকর্ষণ ছিল কচিকাচাদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র। যেখানে বিঞ্জান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক চিত্র ও মডেল এই প্রদর্শনীতে স্থান পেয়েছে । সবার শেষে ছাত্র- শিক্ষক এক সাথে বসে মধাহ্ন ভোজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন School Inspector প্রনয় গাঙ্গুলী, বিশিষ্ট সমাজসেবী ও পঞ্চায়েত সমিতির সদস্য মিহির রায়, পরিচালন সমিতির সদস্য ডঃ নীল কন্ঠ রায় এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তি।
প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান যে এই সকল অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র – শিক্ষক সম্পর্ক আরও গভীর হয় , স্কুলের প্রতি ছাত্র ছাত্রীদের আকর্ষণ আরো বৃদ্ধি পায় ,সৃজনশীল মনোভাব সৃষ্টি হয়, স্কুল ছুটের সম্ভবনা একদম কমে যায় ।