জনতাপার্টি পূর্ব বর্ধমান জেলা কার্যালয়ে রবিবার সাংবাদিক বৈঠক করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য।

0
80

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ভারতীয় জনতাপার্টি পূর্ব বর্ধমান জেলা কার্যালয়ে রবিবার সাংবাদিক বৈঠক করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের কেউ খুন হলে সিবিআই তদন্তের দাবি করে, এমনকি তৃণমূল কংগ্রেসের আসন্ন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা রাজ্য পুলিশের উপরে ভরসা করতে পারেনা। নমিনেশন করতে গিয়ে সবচেয়ে বেশি বিজেপি কর্যকর্তারা আক্রান্ত হয়েছে, এছাড়াও তৃণমূল কংগ্রেস ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরাও আক্রান্ত হয়েছেন। রবিবার সাংবাদিক বৈঠকে মদন মিত্র প্রসঙ্গে বলেন, উত্তম কুমারের পরে সিনেমা জগতে ওনার থাকা উচিত ছিল, ওনার মতো কালারফুল বয় আর কাউকে দেখেছেন আপনারা? তৃণমূলের সন্ত্রাস পরিকল্পিত। এখন তৃণমূলের একটাই পরিকল্পনা ব্যালট বক্সের পরিবর্তন। কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত জিজ্ঞাসা করা হলে শ্রমিক ভট্টাচার্য বলেন,পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য ৫০% আসন সংরক্ষণ হয়েছে, তাঁদের নিরাপত্তা দিতে হবে, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে হবে, রাজ্য নিরাপত্তা দিতে কোনোভাবেই পারবে না, আর তাই আমরা ভোটের ঘন্টা বাজতেই কেন্দ্রীয় বাহিনীর দাবি রেখেছিলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here