পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– মহাত্মা গান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পে BFS পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া রাধাবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের দেওয়ানবাঁধ থেকে মারিয়া বিবির বাড়ি পর্যন্ত বাঁশের পাইলিং সহ রাস্তার মাটির কাজ বরাদ্দ হয় ২০২০-২১ অর্থবর্ষে। অভিযোগ সেই সময়, শুধুমাত্র মাটির কাজ করা হয়েছে। বাঁশের পাইলিং এর কেনো কাজ হয়নি। সেই সময় প্রকল্পের বরাদ্দকৃত কোন বোর্ড লাগানো ছিল না। সেই বোর্ড দেখা যায় একটি জঙ্গলের ভেতরে। সেখানে এলাকাবাসী দেখেন,ওই রাস্তার জন্য টাকা বরাদ্দ করা হয়েছে ৩৪৯৬৬৮ টাকা। কিন্তু যেখানে কোন কাজই হলো না সেখানে এত টাকা গেল কোথায়। প্রাক্তন পঞ্চায়েত সদস্য শাহানারা বিবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকা বাসীরা। এরপর গত ১১ অক্টোবর পাঁশকুড়া ব্লকের বিডিও ধেনধূপ ভুটিয়ার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসীরা। তাদের অভিযোগ এখনো রাস্তা বেহাল অবস্থায়। প্রাক্তন পঞ্চায়েত সদস্যের কাছে এর আগে একাধিকবার গিয়েও কোন সুরাহা মিলেনি। যদিও এই নিয়ে প্রাক্তন পঞ্চায়েত সদস্য শাহানারা বিবি র কোনো প্রতিক্রিয়া মেলেনি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।