বাড়ী ভাঙার নোটিসে মাথায় হাত স্থানীয়দের।

0
325

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির ৬০ নম্বর জাতীয় সড়ক উপর তমাল সেতুতে নবনির্মিত সেতুটি বর্তমানে অর্ধনির্মিত হয়ে পড়ে রয়েছে।
স্থানীয়দের দাবী প্রশাসনের তরফে প্রাপ্য ক্ষতিপূরণ না দিয়েই জেলা অধিগ্রহন দপ্তর থেকে বাড়ী ভাঙার নোটিস দেওয়া হয়েছে। এই জমির বর্তমান মূল্য অনুযায়ী জমি না দিলে আমরা বিকল্প বাড়ী বানাতে পারব না। এখানে অনেক দরিদ্র পরিবারের বসবাস। স্থানীয় বাসিন্দা গোপাল লোধা জানান এইভাবে প্রাপ্য অধিকার থেকে বঞ্ছিত করার বিরুদ্ধে সরব হয়েছি আমরা, এই জমির ডিসমল প্রতি বর্তমান মূল্য ৪ লাখ টাকার কাছাকাছি কিন্তু পাচ্ছি ১১ হাজার।
কাউকে টাকা দেওয়া হয়েছে আবার কেউ কেউ টাকা পাই নী, সবার টাকা সমবন্টনও হয় নী। এর মধ্যেই বাড়ী ভাঙার নোটিসে মাথায় হাত স্থানীয়দের বর্ষাকাল এমনিই ভগ্নদশা বাড়ীর, ক্ষতিপূরণের টাকা দিয়েছে সরকারের তরফে নামমাত্র তার উপর এখন বাড়ী ভেঙে ফেললে কোথায় যাবেন তারা সেই ভেবেই কুল কিনারা পাচ্ছেন না তারা। প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক বন্দোপাধ্যায় নবজোয়ার সভা চলাকালীন এখানে প্রতিশ্রুতি দিয়ে গেছলেন স্থানীয়দের দাবীকে মান্যতা দেবার চেষ্টা করা হবে। কিন্তু এখনও সমাধান না হওয়ায় বিপাকে স্থানীয়রা, তারা এর সুরাহা চেয়ে প্রশাসনের দরজায়।
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে কবে মিলবে সুরাহা শালবনীর পল্লা জুড়ে সবচেয়ে বড় প্রশ্ন এখন সেটাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here