পূর্ণবয়স্ক পথকুকুরটির চিকিৎসা শুরু করেছেন অ্যানিমাল হেল্পলাইন সংগঠনের কর্ণধার কৃষ্ণায়ন দাশগুপ্ত, কৌশিক দাস সহ অন্যান্যরা।

0
263

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মৃত্যুপথযাত্রী সারমেয়কে বাঁচানোর আপ্রাণ চেষ্টা। গতকাল শনিবার থেকে পূর্ণবয়স্ক পথকুকুরটির চিকিৎসা শুরু করেছেন অ্যানিমাল হেল্পলাইন সংগঠনের কর্ণধার কৃষ্ণায়ন দাশগুপ্ত, কৌশিক দাস সহ অন্যান্যরা। সহায়তা করছেন স্থানীয়রাও। জানা গিয়েছে, জলপাইগুড়ির রায়কতপাড়ার বারোয়ারি মাঠ সংলগ্ন এলাকায় একটি পথোকুকুরকে মারাত্মক জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।কুকুরটির একটি কান ক্ষতিগ্রস্ত হয়েছে কোনও কারণে। ক্ষতস্থানে সংক্রমণ ও ম্যাগোট বা পোকা হয়ে গিয়েছে।শরীরের আরও দু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। উপায় না পেয়ে স্থানীয়রাই খবর দেন কৃষ্ণায়ন দাশগুপ্তকে। তিনি এসে পরিচর্যা ও চিকিৎসা শুরু করেন। রবিবার ওই কুকুরটিকে স্যালাইনও দেওয়া হয়। কৃষ্ণায়ন দাশগুপ্ত বলেন, পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। কুকুরটির অবস্থা সংকটজনক। তবে চিকিৎসায় কুকুরটিকে সুস্থ করা যাবে বলে আশাবাদী কৃষ্ণায়নবাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here