সামনেই আলোর উৎসব দীপাবলি মেতে উঠবেন সকলেই, মৃৎশিল্পীরা এখন মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত।

0
80

নিজস্ব সংবাদদাতা, মালদা:- সামনেই আলোর উৎসব দীপাবলি মেতে উঠবেন সকলেই l পুরাতন মালদা ব্লকের রশিলাদহ মন্ডলপাড়ায় মৃৎশিল্পীরা এখন মাটির প্রদীপ তৈরিতে ব্যস্তl মালদা জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই এখানকার মাটির তৈরি প্রদীপ ভিন্ন রাজ্য ও পাড়ি দেয়l রশিদাদহ মন্ডলপাড়ায় প্রদীপ তৈরি হচ্ছে বেশ কয়েকটি পদ্ধতিতে মেশিন ও হাত চরচাকায় তৈরি হচ্ছে মাটির প্রদীপ। সারা বছরই মাটির গ্লাস সহ আরবেশ কিছু মাটির সামগ্রী বিক্রি হয় তবে কালীপুজোর আগে থেকেই প্রদীপ , ঘট এর বিক্রি l শিল্পী গৌড় চন্দ্র পাল জানান পূর্বপুরুষ ধরে এই ব্যবসা আমরা করে আসছি তবে আগামী প্রজন্ম এই ব্যবসা আর করবে না কারণ যে হারে পরিশ্রম তাতে সেভাবে মজুরি পাওয়া যাচ্ছে না পাশাপাশি মাটি ও এখন ঠিকভাবে পাওয়া যায় না। যদিও পাওয়া যায় চড়া দামে মাটি কিনতে হয়। শিল্পী অলি পাল জানান আমরা কোনরকম ভাবে সরকারের কাছ থেকে সরকারি কোন ভাতা পায় না শুধুমাত্র মাসে লক্ষী ভান্ডার সরকার দেয় তবে এই লক্ষী ভান্ডারে যা টাকা পায় সে টাকা দিয়ে কি সংসার কি করে চলবে l সরকারি সাহায্য পেলে এই ব্যবসা আরো বেশি ভালো হয়ে করা যাবেl
তবে এখন সামনে দীপাবলি কালীপুজো সেক্ষেত্রে অন্যান্য বাড়ির থেকেও এবারে চাহিদা মাটির প্রদীপ প্রদীপের অনেকটাই বেশি বাজে বাজে যতই ইলেকট্রিকের প্রদীপ টুনি বাল আসুক না কেন মাটির প্রদীপের চাহিদা আগেও যেমন ছিল বর্তমানে তেমন রয়েছে এর প্রভাব পড়েনিl মালদা জেলার পাশাপাশি প্রতিবেশী জেলাগুলিত মালদার প্রদীপ যায় এর বাইরে ও রাজ্যের বাইরে অন্য রাজ্যগুলিতেও মালদার প্রদীপ যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here