ইন্দাস ব্লকের গোবিন্দপুর মনসামাতা শান্ত ক্লাবের পরিচালনায় দীনবন্ধু বাগদী ও সন্তু বাগদী স্মৃতি নৈশ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর মনসামাতা শান্ত ক্লাবের পরিচালনায় দীনবন্ধু বাগদী ও সন্তু বাগদী স্মৃতি নৈশ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন করিশুন্ডা পঞ্চায়েত এর প্রধান । এছাড়াও উপস্থিত ছিলেন, অন্যান্য বিশিষ্ট ব্যক্তবর্গ। দীনবন্ধু বাগদী ও সন্তু বাগদীর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় ।এই খেলায় মোট ৩০ টি দল অংশগ্রহণ করে। ফাইনালে ৫৭ রানে বাঁকুড়া ডালনা একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বর্ধমান শাঁকারি ক্ষুদকুড়ি একদাশ।
বিজয়ী ও বিজিত দলকে ট্রফির পাশাপাশি নগদ আর্থিক পুরস্কার করা হয়।নৈশ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *