দুবরাজপুর পৌরসভার উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হল পৌরসভার সভাকক্ষে।

0
555

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর চার দিনের উৎসব শেষে সন্তানদের নিয়ে ঘরে ফিরেছেন উমা। মন খারাপ সকলের। ঘরের মেয়ে ঘরে ফিরলে যেমন আনন্দ, চলে যাওয়ার সময় তেমনই সবার চোখ ছলছল। আবার এক বছরের অপেক্ষা নিয়ে আশায় বুক বাঁধেন সকলে। দুর্গাপুজোর ছুটি কাটিয়ে পুনরায় কাজে ফিরেছেন সরকারী কর্মচারীরা। আর অফিস খোলার পর বিজয়ার শুভেচ্ছা বিনিময় করে থাকেন বাঙালীরা। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হল পৌরসভার সভাকক্ষে। এদিন বৈকালে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক দেবাশিষ পাত্র, ফিনান্সিয়াল অফিসার অনিরুদ্ধ রায়, কাউন্সিলার মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, সনাতন পাল, সুভাষ মেটে, অর্জুন চৌধুরী, বুল্টি চক্রবর্তী, সোনামণি বাগদী, বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি সহ অন্যান্য কর্মীরা। আজ একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে দুবরাজপুর পৌরসভার সমস্ত কর্মী, সাফাই কর্মী থেকে শুরু করে অন্যান্য কর্মীদের বিজয়ার শুভেচ্ছা জানানো হয়। এদিন নাচ, গান, কবিতা, আবৃত্তি ও বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানটি আলাদা মাত্রা পাই। স্বভাবতই পৌর কর্মীদের নিয়ে এই ধরনের অনুষ্ঠানে খুশি পৌর কর্মীরা। অনুষ্ঠানে পৌর কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে পৌর প্রধান আবেগপ্রবণ হয়ে পড়েন। এদিন দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে ৫ জন সিনিয়র কর্মীকে সংবর্ধিত করা হয়। পাশাপাশি সুরেশ নৃত্যকলার কর্ণধার সুরেশ দাস ও তাঁর ছাত্রী তিতাস মুখার্জিকে সংবর্ধিত করলেন পৌর প্রধান পীযূষ পাণ্ডে এবং কাউন্সিলর মানিক মুখার্জি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here