তৃণমূল সরকার নিয়ে খড়গপুর থেকে মমতাকে কটাক্ষ দিলীপের।

0
338


পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতারের পর তোলপাড় রাজ্য রাজনীতি, এই পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলি একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছে, এতেই অনেকটাই অসস্তিতে শাসক শিবির এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ, এই পরিস্থিতির মাঝে বিরোধী দলনেতা শুভেন্দুকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য কেঁচো খুঁড়তে কেউটে বেড়াবেই, এবার সেই প্রসঙ্গ নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করলেন দাপুটে বিজেপি নেতা তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ, বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়্গপুরে প্রাতঃভ্রমণ এবং শহরের বোগদা এলাকায় চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কেঁচো হোক বা কেউটে হোক খুড়ুন না উনি, উনি শুধু ধমকি দিয়ে যাচ্ছেন, উনি তো বলেছিলেন সিপিআইএমের লোকেরা দুর্নীতি করেছে তাদেরকে জেলে পাঠাবেন, একটা ছোটখাটো নেতাকে উনি ধরতে পেরেছেন, এত বড় বড় দুর্নীতি হয়েছে কারো বিরুদ্ধে চার্জশিট এবং গ্রেফতার করা হয়নি, উল্টে ওনার পার্টির লোকেরাই জেলে চলে যাচ্ছেন,হয়তো ওনাদের সঙ্গে দোস্তি করে নিয়েছেন,যাক আপনারাও করে খেয়েছেন আমরাও করে খেয়েছি, কমপ্লেন সাধারণ মানুষ করছেন তাই ইডি, সিবিআই আসছেন, তাই ধমকি চমকে কিছু হবে না, আপনার হাতে সরকার রয়েছে সিআইডি রয়েছেন, সিআইডিকে শুধু লাগানো হয় সত্য ঘটনা চাপা দেওয়ার জন্য, অন্যদিকে রেশন দুর্নীতি নিয়ে তিনি বলেন ৬২ লক্ষ্য রেশন কার্ড বাতিল হয়েছে, এই বাংলায় যে রেশন আসতো কারা খেয়েছে, রোহিঙ্গারা খেয়েছে, কারা খাইয়েছে এই জ্যোতিপ্রিয় মল্লিকরাই খাইয়েছেন, ভুয়ো রেশন কার্ডের নামে যেই রেশন আছে হিসাব করলে দেখা যাবে কয়েক হাজার কোটি টাকা লুট হয়েছে এই কয়েক বছরে, তৃণমূলের লোকেরা লাভ পেয়েছেন মুখ্যমন্ত্রী লাভ পেয়েছেন, তার দল লাভ পেয়েছেন, তার ফল এখন ভোগ করতে হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে, এই যে দুর্নীতি চলতে দিয়েছেন এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, অন্যদিকে সিঙ্গুরের জমি অধিগ্রহণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করলেন দিলীপ ঘোষ, তিনি বলেন টাটা রা যে ক্ষতিপূরণ দাবি করেছেন, সেই টাকা তার দল দেবে, অন্যদিকে আজ ২১ কমিটির সঙ্গে দেখা করছেন মহুয়া মিত্র সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষ বলেন উনি এখন নিজে বাঁচার জন্য উল্টোপাল্টা করছেন, উনি যে ঘোর অন্যায় করেছেন তা প্রমাণ হয়ে গেছে, অন্যদিকে রাজ্যে কয়লা সংকট নিয়ে মুখ খুলে ছিলেন মুখ্যমন্ত্রী, দোষারোপের আঙুল তুলেছেন কেন্দ্রের বিরুদ্ধে, এবার সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষ বলেন সব ব্যাপারে উনার দোষ দেওয়া অভ্যাস, কারণ ওনার গ্রিপ হালকা হয়ে যাচ্ছে পার্টি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, এগুলো থেকে নজর এড়ানোর জন্য মাঝে মাঝে স্টেটমেন্ট দেন উনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here