কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভালুকা থেকে নির্বাচনী প্রচারে সামিল হলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

0
241

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারের শেষ লগ্নে রবিবার নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভালুকা থেকে নির্বাচনী প্রচারে সামিল হলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এই দিন ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে হুটখোলা গাড়িতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার অভিযানে শামিল হন তিনি। এরপর ভালুকা থেকে আমঘাটা স্টেশন এলাকায় এসে পৌঁছান। সেখানে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল মনোনীত প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার চলাকালীন এলাকাবাসীদের সাথে সৌজন্যতা বিনিময় করেন মন্ত্রী। এরপর কৃষ্ণনগর রোড স্টেশন হয়ে ঠাকুরতলা এলাকায় গিয়ে শেষ হয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের নির্বাচনী প্রচার। নির্বাচনী প্রচারে চোখ দিতে এসে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দল নেই বলে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আমাদের লাগবে না। ময়দানে বিরোধী দল না থাকলে মিলিটারি দিয়েও কোন লাভ হবে না। পাশাপাশি রাজ্যপাল প্রসঙ্গে এই দিন মন্ত্রী বলেন, প্রতিবারই এরাজ্যে বিজেপি তাদের তোল্পিবাহকদের মন্ত্রণা দিয়ে রাজ্যপাল করে পাঠাচ্ছে। ঈদ জবাব মানুষ দেবে। এ দিনের নির্বাচনী প্রচারে মন্ত্রীর সাথে অগণিত তৃণমূল কর্মী সমর্থক যোগ দিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here