নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বেআইনী ভাবে চলছে নবদ্বীপের বিভিন্ন গঙ্গার ঘাট তথা নীচ থেকে বালি, মাটি কাটা, আর সবটাই শাসক দলের ঘনিষ্ঠ দের কাজ, আর সবটাই চলে প্রশাসনের মদতে,শহরের বুকে চলে দিন রাত অবৈধ ভাবে বালি, মাটি বোঝাই ট্রাক্টটের চলাচল, প্রশাসনকে একাধিক বার বলার পরেও নেয়নি কোন ব্যবস্থ, এমতাবস্থায় বৃহস্পতিবার নবদ্বীপ কোলের রোডে এক বালি বোঝাই ট্রাক্টরে আহত হত এক সাইকেল আরোহি, কোনরকমে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেও তার সাইকেলটি দুমরে যায়, আর এই ঘটনার পরেই বৃহস্পতিবার বিকেলের পর নবদ্বীপ শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা কোলের ডাঙা রোডে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির তরফে। উপস্থিত ছিলেন বিজেপির নবদ্বীপ শহর দক্ষিন মন্ডলের সভাপতি সমির রায়, ছিলেন মহিলা সভানেত্রী মুনমুন মল্লিক, সহ বিভিন্ন স্তরের স্থানীয় ও জেলা নেতৃত্ব,
এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ, পুলিশ গিয়ে এই ট্রাক্টার চলাচলের বিষয়ে ও ঘাতক ট্রাক্টারের বিরুদ্ধে ব্যাবস্থ নেবার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিজেপির তরফে।