পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আবারো মহুয়া মৈত্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন দাপুটে বিজেপি নেতা তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ, প্রসঙ্গত মহুয়া মৈত্র লোকসভার স্পিকার ওম প্রকাশ বিড়লাকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন যে নৈতিকতা যে কমিটি রয়েছে তারা শুনানির আড়ালে আমাকে ব্যক্তিগত এবং বিদ্বেষপূর্ণ আক্রমণ করছেন, শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়্গপুরে প্রাতঃভ্রমণ এবং বোগদা এলাকায় চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন উনি তো ব্যক্তিগত অধিকারকে সার্বজনীন করেছেন, যে লগিনের পাসওয়ার্ড উনার কাছে থাকার কথা সাংসদ হিসেবে সেটা কি করে উনি একজন ব্যবসায়ীকে দেন, যারা অন্য ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করছে লড়াই করছে, বদনাম করছে, তাই ওনার ব্যক্তিগত জীবন বলে কিছু নেই, ওনার ব্যক্তিগত জীবন তো রাস্তায় লোক দাঁড়িয়ে দেখছে, কার সঙ্গে কখন থাকেন কি করেন, তাই ওনার ব্যক্তিগত বলে কিছু নাই আর উনার কোন লজ্জারো কিছু নাই, এই ধরনের লোকেরাই ভারতবর্ষের রাজনীতিকে নিচে করে দিচ্ছে, অন্যদিকে একশ দিনের বকেয়া টাকার দাবি নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে শাসক শিবির, বিভিন্ন আন্দোলনে শুরু করেছে কেন্দ্রের বিরুদ্ধে, ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশ দিনের বকেয়া টাকা নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারির প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন, কেন নামেননি? কে বলেছে, সাধারণ মানুষ এখন প্রশ্ন করছে এই যে কোটি কোটি টাকা উনার নেতা মন্ত্রীরা ঝেরেছে, ওই টাকা কোথা থেকে এলো, রেশনের টাকা, একশ দিনের প্রকল্পের টাকা, শৌচালয়ের টাকা, আবাস যোজনা টাকা সব ঝেড়েছে, সব হিসাব হবে সব তদন্ত চলছে, অন্যদিকে মন্ত্রী শশী পাঞ্জা বলেছেন যে প্যানেলের সদস্যরা “দুর্যোধনের” মত উপভোগ করছেন, আর চেয়ারম্যান “ধৃতরাষ্ট্র’র”মতো বসে আছেন, সেই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি, নিজেকে “দ্রৌপদী” ভাবছেন না কি বৃহন্নলা ভাবছেন, তার জন্যই ধর্মের কথা তত্ত্বের কথা বলার ওনাদের কোন অধিকার নেই, নিয়ম নীতির বিরুদ্ধে যারা কাজ করবে তাকে ভুগতে হবে,অন্যদিকে CAA নামে ভাঁওতা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ অভিযোগের তীর বিজেপির দিকে। এরই প্রতিবাদে গভীর রাতে ইউনাইটেড ফোরাম অফ এর কয়েকজন কর্মী সমর্থক তারা রাজ্য বিজেপি দপ্তরের প্রবেশ দ্বারের গায়ে একাধিক পোস্টার মারে, তারা জানায় CAA নামে ভাঁওতা দিচ্ছে বিজেপি, হিন্দু উদ্ধাস্তদের মিথ্যা বোঝানো হচ্ছে,তাই আজ বিজেপি কার্যালয়ে সামনে পোস্টার মারা হয়েছে,এরপর বিজেপির নেতাদের বাড়ি বাড়ি জেলায় জেলায় এই পোস্টটার মারা হবে, সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষ বলেন ওরাই পোস্টার মারছে আর এইসব গল্প করছে, বিজেপি যেটা বলে সেটা করে আর এটাও করবে।