নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতার দাবিতে অবস্থান আন্দোলন করছে সংগ্রামী যৌথ মঞ্চ। সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান মঞ্চে নাটক পরিবেশন করে চাকদহ নাট্যজন। এই নাটক করার অপরাধে চাকদহ নাট্যজনের নাট্য উৎসবের বুকিং করা হল বাতিল করলো কল্যাণী পুরসভা। অভিযোগ, রাজ্য সরকারের সর্বোচ্চ মহল থেকে নির্দেশ যাওয়ার দরুনই এই হল বাতিল করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। সংস্কৃতি ও নাটকের ওপরে এই আক্রমণকে সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে তীব্র ভাষায় ধিক্কার জানানো হয়েছে।
চাকদহ নাট্যজনের কর্ণধার সুমন পাল জানান, ২৩ নভেম্বর থেকে ছদিন ধরে দেবেশ চট্টোপাধ্যায়কে সম্মাননা জানানোর জন্য তাঁর নির্দেশিত ৬টি নাটক পরিবেশন করার জন্য উৎসবের আয়োজন করা হয়েছিলো। ২৪ জুলাই এই মর্মে কল্যাণীর ঋত্বিক সদন বুকিংও করা হয়েছিলো পুরপ্রধান তথা নাট্যকর্মী নীলিমেশ রায়চৌধুরীর সহযোগিতায়। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় পুরসভা থেকে ই-মেলে জানানো হয় ওই ৬দিন সরকারি অনুষ্ঠানের জন্য বুকিং বাতিল করা হয়েছে। তাঁর অভিযোগ, সম্ভবত এটি আসল সত্য নয়। সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান আন্দোলন প্রাঙ্গণে নাটক জগাখিচুড়ি পরিবেশন করার জন্যই উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই বুকিং বাতিল করা হয়েছে।
যদিও কল্যাণী পুরসভার উপপ্রধান বলরাম মাঝি বলেন, নাট্যকর্মীদের জন্যই গড়ে উঠেছে ঋত্বিক সদন। কোনও নাট্যদল বা নাটকের প্রতি বৈরিতা নেই। শুধুমাত্র পুরসভার বিশেষ সরকারি অনুষ্ঠানের জন্যই চাকদহ নাট্যজনপর বুকিং বাতিল করা হয়েছে। এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।
বহু চেষ্টা করেও কল্যাণী পুরসভার প্রধান নীলিমেশ রায়চৌধুরীর বক্তব্য জানা যায়নি।