দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের আদমপুর প্রাথমিক বিদ্যালয়ের রান্না ঘরের ছাদে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এদিন স্কুল চলাকালীন মীর নাজির উদ্দিন সহ গ্রামবাসীরা দেখতে পান যে স্কুলের রান্না ঘরের ছাদে একটি পলিথিন উড়ছে। তাঁরা সঙ্গে সঙ্গে ঐ ছাদে উঠে দেখে যে পলিথিনে বোমা রয়েছে। তাঁরা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দুবরাজপুর থানায় খবর দেন। বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্কুল চত্বরে। পাশাপাশি আতঙ্কিত শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরা। আদমপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পল্টু বাগদী জানান, আমরা স্কুলে ছিলাম। তখন অভিভাবকরা এসে আমাদের জানান। এই বোমা উদ্ধারের ঘটনায় আমরাও ভীত সন্ত্রস্ত। পুলিশকে খবর দিয়েছি। উল্লেখ্য, আজ দুবরাজপুরের সারদা ময়দানে নির্বাচনী সভায় আসেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর আসার আগেই দুবরাজপুরে জায়গায় জায়গায় বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।