পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আগত দীপাবলি উপলক্ষে ইতিমধ্যেই সাজো সাজো রব গোটা রাজ্যজুড়ে। ঝলমলে ইলেকট্রিক আলো মানুষের মনে জায়গা করে নিয়েছে কিন্তু যৌলুস হারাতে বসেছে পুরনো দিনের সেই মাটির প্রদীপ। তাই মাটির প্রদীপের সেই আভিজাত্য বজায় রাখতে প্রতিবছর 18 নম্বর ওয়ার্ডে পৌর পিতা তথা এমসিআইসি প্রদীপ রহমান ওয়ার্ডের মানুষের হাতে তুলে দেন মাটির প্রদীপ। এবছর ওয়ার্ডে এর বিভিন্ন মানুষের বাড়িতে ঘুরে ঘুরে তিনি মাটির প্রদীপ তুলে দিলেন। ক্যামেরার মুখোমুখি হয়েপ্রদীপ রহমান বলেন, প্রতিবছরই আমরা ওয়ার্ডের মানুষের হাতে এই মাটির প্রদীপ তুলে দিন। ঝলমলে আলোতে খানিকটা হারিয়ে যাচ্ছে পুরনো দিনের মাটির প্রদীপ। তাই মানুষের কাছে যাতে পুরনো দিনের প্রদীপ হারিয়ে না যায় তাই এই কর্মসূচি আমরা করে থাকি।