সাংসদ মহুয়া মৈত্রের জেল হওয়া উচিৎ : শুভেন্দু অধিকারী।

0
23

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বাঁকুড়াঃ কাল থেকে চার চোর, ধান চোর, মদবালার কি হচ্ছে? নাম না করে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষকে এই ভাষাতেই বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিষ্ণুপুরে দলের বিজয়া সম্মিলনীতে তিনি বক্তব্য রাখছিলেন।

প্রসঙ্গত, গত বুধবার থেকে বৃহস্পতিবার শেষ পাওয়া খবর পর্যন্ত বিধায়ক তন্ময় ঘোষের বাড়ি, চালকল, মদ দোকান সহ একাধিক জায়গায় তল্লাশী করছে আয়কর দপ্তর। আর এর মাঝেই পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী এদিন তিনি বিষ্ণুপুরে আসেন।

এদিন সদ্য দলবদলু বিজেপি কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারকেও এক হাত নেন। ২০২১ এর নির্বাচনে তাঁর ‘ধার’ শুভেন্দু নিজে শোধ করেছেন দাবি করে বলেন, ‘এবার হরকালীর হরিবোল বলাবো’।

এদিন তিনি রাজ্যে রেশন দূর্ণীতি নিয়ে বলতে গিয়ে বলেন, মোদিজী ছিলেন বলেই ধান চোর, চাল চোর জ্যোতিপ্রিয় মল্লিক আজ জেলে। না হলে তা সম্ভব হতোনা।

পরে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র প্রসঙ্গে বলেন, দেশের নিরাপত্তার প্রশ্নে যে ধরণের হটকারী ও দেশ বিরোধী কাজ এই সাংসদ করেছেন তাতে তাঁর সাংসদ পদ যাওয়া উচিৎ। এখানেই থেমে থাকেননি শুভেন্দু অধিকারী। তাঁর দাবি সাংসদ মহুয়া মৈত্রের জেল হওয়া উচিৎ।

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই সরকারের সঙ্গে জঙ্গী যোগ রয়েছে। এমনকি অভিষেক প্রশ্নে কোন প্রশ্নের উত্তর দিতে তিনি রাজী হননি, বলেন কর্মচারীর কোন প্রশ্নের উত্তর দেবোনা। আমি ওনার মালিককে হারিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here