নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :- আলিপুরদুয়ার জংশন রেলওয়ে বিল্ডার্স এসোসিয়েশনের এবারের পূজা ২৫ বছরে পদার্পন করলো। আলিপুরদুয়ার ডিভিশন রেলওয়ে ডিআরএম অফিস ময়দান যেনো হয়ে উঠেছে বিধানসভা চত্ত্বর। কারন সেখানে তৈরি হয়েছে কর্নাটক বিধানসভা ভবন। প্রায় ১০০ মিটার দৈর্ঘের এই প্যান্ডেল দেখতে বেশ কিছুদিন আগে থেকেই মানুষের ভীড় ছিলই, আজ তা আরো ছাপিয়ে গেছে। শুধু প্যান্ডেলই নয়, রেলের গোটা মাঠ জুড়েই এলাহি ব্যাবস্থা। মাঠের অপরপ্রান্তে স্টেজ তৈরি করে ৭ দিন ধড়ে চলবে জিৎ গাঙ্গুলি সহ কলকাতা-মুম্বাই শিল্পিদের সঙ্গিতানুষ্ঠান। শুধু তাই নয়, শহরের মেইন রোড সহ পুজো প্যান্ডেলে প্রবেশের যত গুলো রাস্তা রয়েছে তার গোটাটাই আলোক-তোড়নে সাজিয়ে তোলা হয়েছে। ফলে উদ্ভোদনের আগে থেকেই মানুষের ঢল পূজা প্যান্ডেলে।
Home রাজ্য আলিপুরদুয়ার ২৫ বছরে পদার্পন করলো আলিপুরদুয়ার জংশন রেলওয়ে বিল্ডার্স এসোসিয়েশনের এবারের পূজা।