নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ১০ চাকার লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর যখম হলেন ২৫ থেকে ২৬ জন বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার নদিয়ার হরিণঘাটা থানার বিরহী এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এই দিন নদীয়ার করিমপুর থেকে কলকাতা গামী একটি যাত্রী বোঝাই বাস দ্রুত গতিতে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বিরহী এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ১০ চাকার লরির পিছনে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। বাস ও লরির ধাক্কায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় যাত্রীবাহী বাস সহ লরিটি। পাশাপাশি বাসে থাকা ২৫ থেকে ২৬ জন বাস যাত্রী গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিণঘাটা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জখম ব্যক্তিদের উদ্ধার করে হরিণঘাটা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদের স্থানান্তরিত করা হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ।