অঙ্কন প্রতিযোগিতা দুবরাজপুরে।

0
619

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- মোবাইলের আসক্তি থেকে বর্তমান ছেলেমেয়েদের দূরে রাখতে এবং তাঁদের লেখাপড়া ও অঙ্কনের দিকে ঝোঁক বাড়াতে প্রতিবছরের মতো এবছরও কালী পুজো উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুরের অগ্রদূত সংঘের পরিচালনায় কচিকাঁচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় আজ সকালে অগ্রদূত সংঘ প্রাঙ্গনে। এদিন দুবরাজপুর শহর ও ব্লক এলাকার শতাধিক কচিকাঁচা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। অঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল যেমন খুশি আঁকো। চারটি বিভাগে এই প্রতিযোগিতা হয়। এই চারটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে বলে জানান অগ্রদূত সংঘের পুজো কমিটির সম্পাদক দেবাশিষ দাসবৈষ্ণব ও যুগ্ম সম্পাদক খোকন গাঙ্গুলি। তাঁরা জানান, এখনকার কচিকাঁচারা মোবাইলের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। খেলাধূলা বা আঁকা আঁকির দিকে মন সেরকম নাই। তাই তাদের উৎসাহিত করতে আমাদের এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন। পাশাপাশি তাঁদের মানসিক বিকাশের লক্ষ্যে এই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here