পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ ছট পূজা।
ছটপুজোয় পুণ্যার্থীরা যাতে কোনও সমস্যার মুখে না পড়েন সেই জন্য বর্ধমান শহরের সদর ঘাট সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন ডিএসপি ট্রাফিক দুই রাকেশ চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, ১৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর রাসবিহারী হালদার সহ প্রশাসনিক আধিকারিক বৃন্দ। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, প্রতি বছরের ন্যয় এ বছরও ছট পূজা উপলক্ষে বহু মানুষের সমাগম হবে শহর বর্ধমানের এই সদরঘাট এলাকায়। তাই তার আগে আমরা এলাকা পরিদর্শন করলাম এবং মানুষ যাতে কোন সমস্যায় না পড়ে তাই সেটা দেখা আমাদের কর্তব্য। ছট পুজোর দিন হাজারে হাজারে মানুষ এই সদরঘাট এলাকায় আসবেন এবং ছট পূজা উপভোগ করবেন।
জেলা পুলিশের আধিকারিক সহ বিধায়ক ছট পুজো উপলক্ষে মাঠ পরিদর্শন করলেন।

Leave a Reply