BJP প্রার্থীর ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সামনেই পঞ্চায়েত নির্বাচন,আর হাতে মাএ চারটে দিন বাকি,আর তার আগে নদীয়ার কৃষ্ণনগর ভাতজাংলা পঞ্চায়েতের অন্তর্গত নতুন কালিপুর এলাকার অন্তর্গত ১৮০ নাম্বার বুথে গতকাল রাতের অন্ধকারে বিজেপির ফ্লেক্স, ব‍্যানার, ফেস্টুন এবং এমনকী বিজেপির ফ্ল‍্যাগ ছিড়ে ফেলার অভিযোগ ওঠে,তৃণমূল দুষ্কৃতিদের বিরুদ্ধে,সাথে সাথে খবর পাওয়া মাএই ঘটনাস্থলে ছুটে আসে ভাতজাংলা পঞ্চায়েতের অন্তর্গত ১৮০ নাম্বার ওয়ার্ডের বিজেপির বেশ কিছু কর্মী সমর্থকেরা, খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়,আজ সকাল হতেই ঘটনাস্থলে ছুটে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন,আজ ঘটনাস্থলে পুলিশ প্রশাসন আসলে কৃষ্ণনগর বাদকুল্লা মোড়ে বেশ কিছুক্ষনের জন‍্যে পথ অবরোধ করে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থকেরা, এরপরে বেশ কিছুক্ষন যানজটের সৃষ্টি হয় কৃষ্ণনগর বাদকুল্লা মোড়ে,যানজট সামাল দেওয়ার জন‍্যে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন,আর এই বিষয়ে ZP২৩ এর নদীয়া জেলার জেলা পরিষদের বিজেপি প্রার্থী কৃষ্ণা সেন কী জানালেন আসুন শুনে নেব তার মুখ থেকে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *