পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – রাত পোহালেই শুরু হবে ঐতিহ্যবাহী কার্তিক পুজো বা কাতিক লড়াই। পূর্ব বর্ধমান জেলায় পূর্বস্থলীবাসীর কাছে এটাই তাদের জাতীয় উৎসব হিসাবে খ্যাত। আর সেও উপলক্ষেই সাজসাজ রব চলছে এলাকা জুড়ে। বিশেষ করে চরম ব্যাস্ততায় আছেন মৃৎশিল্পীরা। বৃহস্পতিবার রাতেই মধ্যেই পুজো উদ্যোক্তাদের কাছে “তৈরী মুর্তির” তুলে দিতে হবে। পূর্বস্থলীর পুরাতন বাজারপাড়া, পলাশপুলির পালপাড়া, ও চুপির পালপাড়ার মৃৎশিল্পীরা মূর্তি তৈরীতে মগ্ন। পাশাপাশি চলছে মন্ডপ তৈরির কাজ। অন্যদিকে পূর্বস্থলীর ঐতিহ্যবাহী কার্তিক লড়াই উপলক্ষে চুপির হাটতলায় ও পূর্বস্থলী স্টেশন চত্বর জুড়ে নানা দোকানপাট বসা শুরু হয়েছে। মুল পুজো একদিনের হলেও পুজো রেশ চলে আরো ২ দিন ধরে।
স্থানীয়বাসীরা জানিয়েছে, কার্তিক পুজো নামে হলেও পূর্বস্থলীতে এই দিনে নানা দেবদেবীর পুজো হয়ে আসছে, যেমন পূর্বস্থলী পুরাতন বাজারপাড়া অকাল বোধন, জোড়াবাঘ বিন্ধ্যবাসীনি, বৈদিকপাড়ার কৃষ্ণকালী, আদিস্টেশন বাজারের শিবপার্বতী। হাসপাতালপাড়ার কমলেকামেনী, পলাশপুলি সদগোপপাড়ার রামরাবনের যুদ্ধ, কাস্টশালীর মুক্তকেশী, চুপি নাথপাড়ার সমুদ্রমন্থনের মাধ্যেমে কৈলাসখন্ড, চৌরঙ্গীর মহিষমর্দিনী, কাস্টশালীর চেনকার্তিক, বোমকার্তিক। ধাড়াপাড়ার বড় মহিষমর্দিনী কৈবত্যপাড়ার ছোট মহিষমর্দিনী প্রভৃতি উল্লেখ যোগ্য
রাত পোহালেই শুরু হবে ঐতিহ্যবাহী কার্তিক পুজো, চরম ব্যাস্ততায় আছেন মৃৎশিল্পীরা।

Leave a Reply