তৃণমূলের জেলা পার্টি অফিসে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি কে সংবর্ধনা দিলো জেলা তৃণমূল কংগ্রেস ও তৃণমূলের শাখা সংগঠন গুলি।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- দ্বিতীয় বারের জন্য পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার জন্য কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি কে সংবর্ধনা দিলো জেলা তৃণমূল কংগ্রেস ও তৃণমূলের শাখা সংগঠন গুলি। জেলা সভাপতি নির্বাচিত হয়ে সোমবার প্রথমবার তৃণমূলের জেলা পার্টি অফিসে আসেন নতুন সভাপতি এবং তাকে ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানায় জেলা নেতৃত্ব। এদিন উপস্থিত ছিলেন জেলা নেতা দেবু টুডু, মহম্মদ ইসমাইল,উজ্জ্বল প্রামানিক, শহর তৃণমূল সভাপতি তন্ময় সিংহ রায় সহ শহরের কয়েকজন কাউন্সিলর। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ চ্যাটার্জি দাবী করেন, ২০১৯লোকসভায় বিজেপি দখলে থাকা বর্ধমান-দূর্গাপুর লোকসভা কেন্দ্র টি পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলে আনার সম্পূর্ণ চেষ্টা করা হবে। সেই সঙ্গে গোষ্ঠী দ্বন্দ ইসু নিয়ে তিনি বলেন, দক্ষিনপন্থী দলে সকলের মত প্রকাশের অধিকার রয়েছে। এখানে অনেকেই নিজের প্রকাশ করে বলে গোষ্ঠী দ্বন্দ হচ্ছে, এটা ভাবা ভূল। এছাড়া লোকসভা ভোট কে সামনে রেখে জেলায় সংগঠন আরো শক্তিশালী করতে বেশ কিছু ব্লকে ব্লক-সভাপতি পদে রদবদল আনা হবে। বদল হওয়া এই ব্লক সভাপতিদের দলের কাজেই লাগানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *