তৃণমূল, এখন তৃণমূলকে মারছে : সমিক ভট্টাচার্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল, এখন তৃণমূলকে মারছে, তাহলে সাধারণ মানুষ আপনাদের কি সুরক্ষা দেবে তৃনমুল।

বুধবার সকালে নবদ্বীপ বিধান সভার ভালুকা এলাকায় বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে আসেন বিজেপি মুখপাত্র সমিক ভট্টাচার্য।

সেখনেই বক্তব্যে সমিক ভট্টাচার্য বলেন এখন তৃনমুল কে মারছে সেখনে সাধারণ মানুষের কি সরক্ষা দেবে?

পাশাপাশি সংখ্যা লঘু মানুষদের নিজেদের মধ্যে অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা করছে।

তিনি আরও বলেন মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছে যা হয়েছে ভুলে আবার ভোট দিন,

পাশাপাশি গতকালের তৃণমূল – বিজেপি সংঘর্ষে আহত বিজেপি কর্মীদের পাসে নিয়ে বলেন গতকাল বিজেপি কর্মীদের কিভাবে মেরেছে দেখুন, এদের একটাই অপরাধ তারা বিজেপি করে, কিন্তু এভাবে আর চলতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *