দফায় দফায় বৃষ্টির কারণে সামান্য স্বস্তি মিললেও অস্বস্তির কালো মেঘ চাষী মহলে।

0
667

বাঁকুড়া, আব্দুল হাই:- উৎকট ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা মানুষের । সকাল হলেই চড়া রোদ, তার সঙ্গে পাল্লা দিয়ে গরম, আর এই গরমের হাত থেকে দফায় দফায় বৃষ্টির কারণে সামান্য স্বস্তি মিললেও অস্বস্তির কালো মেঘ চাষী মহলে।
সবেমাত্র আমন ধানের বীজ রোপন করা হয়েছে আর এখনই বীজ তলা তে হাঁটু জল ফলে প্রবল সম্ভাবনা ক্ষতির। চিন্তিত চাষী মহলের মাথায় হাত। এই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া, গোবিন্দপুর, ঠাকুরানি পুষ্করিণী সহ অন্যান্য এলাকায়।
আষাঢ়ের বৃষ্টি অন্যান্য বছরের তুলনায় এ বছরে যথেষ্ট বেশি ।অতএব ক্ষতি হচ্ছে শাকসবজির, বাজারের চাহিদা অনুযায়ী জোগানে আছে বিস্তর ঘাটতি ফলে হাত পুড়ছে গৃহস্থের, এই পরিস্থিতিতে বৃষ্টির জলে প্রায় ধুয়ে মুছে সাফ আমন ধানের প্রাথমিক বীজতলা। উদ্ভ্রান্ত চাষী পরিবার ভেবে পায় না এরপর কি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here