পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-গুরু নানকের ৫৫৪ তম জন্মতিথি উপলক্ষে আজ বর্ধমান স্টেশন সংলগ্ন গুরুদুয়ার থেকে শোভাযাত্রার মাধ্যমে বর্ধমান সর্বমঙ্গলা মন্দির গড়গড়া ঘাট গুরুদুয়ারে এসে উপস্থিত হলেন শিক সম্প্রদায়ের মানুষ জন। এদিনের শোভাযাত্রায় শিক সম্প্রদায়ের মানুষ জন ছাড়াও পায়ে পা মিলিয়েছেন অন্য সম্প্রদায়ের মানুষ জনও।
গুরু নানক জয়ন্তী
নানকশাহী ক্যালেন্ডার নির্দেশ করে যে গুরু নানক দেব জি 15 এপ্রিল, 1469 সালে জন্মগ্রহণ করেছিলেন । গুরুপুরব বার্ষিক কার্তিক পূর্ণিমার দিনে পালন করা হয়, যা হিন্দু ক্যালেন্ডার অনুসারে দীপাবলির পনের দিন পর কার্তিক মাসের পঞ্চদশ চন্দ্র দিনে পড়ে।
এবছর, উত্সবটি 27 নভেম্বরের সোমবার হলেও পূর্ণিমা তিথি রবিবার, 26 নভেম্বর 03:53 PM-এ শুরু হবে এবং 27 নভেম্বর সোমবার দুপুর 02:45-এ শেষ হবে৷ লোকমুখে শোনাযায় গুরুনানক বর্ধমানে এই গড়গড়া ঘাটে এসেছিদেন।তাই গুরুনানকের সমস্ত উৎসব এই গড়গড়া ঘাটের এই গুরুদোয়ারে পালন করা হয়।
Leave a Reply