নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উত্তর মন্ডলের পক্ষ থেকে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা দপ্তরে।

0
136

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উত্তর মন্ডলের পক্ষ থেকে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা দপ্তরে। সম্মেলনের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা অবিলম্বে বন্ধ করার দাবি রাখা হয়েছে। এছাড়াও সকলের জন্য শিক্ষা ও স্বাস্থ্যের ব্যবস্থা সরকারকে নিতে হবে। অস্বাভাবিক দ্রব্যমূল্যের বিরুদ্ধে সকল মানুষকে একত্রিত করা, শিক্ষার বাণিজ্য করুন, বেসরকারি করুন ও ধর্মীয় অনুপ্রবেশের বিরুদ্ধে সরকারকে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার দাবী রাখা হয়েছে এই সম্মেলনের মাধ্যমে। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি সদর উত্তর মন্ডলে সম্পাদক অসীম কর বলেন বর্তমানে এই সমস্ত দাবিগুলো নিয়েই আজকের এই সম্মেলন। এছাড়াও তিনি বলেন বর্তমানে তাদের সদস্য সংখ্যা অনেকটাই বেড়েছে। আজকে এই সম্মেলন শুরুর আগে প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেই সম্মেলনের কাজ শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here