নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ রানাঘাট রামনগরমিলন বাগান উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হচ্ছে চতুর্থ বার্ষিক ASFHM অনুষ্টিত হলো। তেহট্ট থেকে হরিণঘাটা থেকে প্রায় বিভিন্ন স্কুল থেকে প্রধান শিক্ষক শিক্ষিকারা এই সম্মেলনে যোগদান করেন। বিভিন্ন দাবী দাওয়া, সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদের সভাপতি ও শিক্ষক বর্তমানে তৃণমূলের মেন্টর বাণী কুমার রায় সহ বিশিষ্ট জন। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন
চতুর্থ বার্ষিক ASFHM অনুষ্টিত হলো রানাঘাট রামনগরমিলন বাগান উচ্চ বিদ্যালয়ে।

Leave a Reply