পরবর্তী প্রজন্মদের উৎসাহ দিতে ২২ গজে চক দে,ব্যাট হাতে ভেল্কি দেখালেন চল্লিস ঊর্ধরা।

আবদুল হাই, বাঁকুড়াঃ – কথায় আছে না যে একজন খেলোয়াড় হতে গেলে আপনাকে নির্দিষ্ট বয়স সীমা এবং স্বাস্থ্য বান হতে হবে। থুড়ি! কোথায় কি এবার ২২ গজে দাদাগিরি দেখাচ্ছেন ৪০ ঊর্ধ্ব বয়সীরা। শুনে অবাক হচ্ছেন তো এমনই ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়া জেলার জগদল্লা গোড়াবাড়ি ফুটবল ময়দান। গোড়াবাড়ি সমাজসেবী সংস্থার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় একটি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হবে, যে টুর্নামেন্টে খেলবে চল্লিশ ঊর্ধরা। সেই মোতাবেক একটি একদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে ছটা দল অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে রীতিমতো দাদাগিরি দেখাতে দেখা চল্লিস ঊর্ধ দাদাদের। সংসারের হালধারী দাদাদের, সারাদিনভর ব্যাট হাতে দাঁপিয়ে বেড়াতে দেখে বেজায় আপ্লুত দর্শকরাও।

এই খেলার এক আয়োজক হিমাংশু দাস জানান, বর্তমান দিনে যা অবস্থা মানুষ খেলা ধুলো ভুলে যাচ্ছে, সবাই মোবাইলেই আসক্ত হয়ে পড়েছে, চল্লিশঊর্ধদের মধ্যে এই আয়োজনের মূল কারন তাদেরকে উবুদ্ধ করা।

এক ক্রীড়াপ্রেমী রাজু চৌধুরী জানান, বর্তমান প্রজন্ম আস্তে আস্তে খেলা ধুলো থেকে হারিয়ে যাচ্ছে, বয়স্করা খেলছে এটা থেকে পরবর্তী প্রজন্মরা উৎসাহ পাবে অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *