দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র বালুরঘাট বিমানবন্দর চালু করার ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আপাতত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা দিয়ে একটি সমীক্ষা করিয়ে ডিজিসিএর লাইসেন্স পেতে আগ্রহী জেলা পরিবহণ দফতর। মঙ্গলবার রাইটস এবং পরিবহণ দফতরের আধিকারিকরা বালুরঘাট বিমানবন্দরটি পরিদর্শন করেন। জেলা প্রশাসন সূত্রে খবর। বাণিজ্যিক বিমানের ওঠানামার জন্য বিমানবন্দরটি সম্প্রসারণ করা দরকার। বিমানবন্দরের কিছু পরিকাঠামো জোরদার করার প্রয়োজন রয়েছে। তবে পুরোটাই সম্ভব ডিজিসির অনুমোদনের পরে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিমানবন্দর চালু করার জন্য যা যা পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন রয়েছে সবেতেই সাহায্য করা হবে।
বালুরঘাট বিমানবন্দর চালু করার ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

Leave a Reply