নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলাগাঁও শ্মশান ঘাটের পাশে একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে, ওই এলাকাটি জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের অন্তর্গত। এদিকে ওই চিতাবাঘটির মুখ থেকে টাটকা রক্তক্ষরণের চিহ্ন মিলেছে। ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন মাদারিহাট রেঞ্জের বনকর্তা সহ জটেশ্বর ফাঁড়ির পুলিশ বাহিনী। তবে চিতাবাঘটির মৃতদেহের ময়নাতদন্তের পরেই, তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলাগাঁও শ্মশান ঘাটের পাশে একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য।

Leave a Reply