পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল অফিস ভাঙচুর করে তৃণমূল এমন অভিযোগ বিজেপির।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল অফিস ভাঙচুর করে তৃণমূল এমন অভিযোগ বিজেপির, ঐ অঞ্চল অফিস দীর্ঘদিন তৃণমূলের দখলে ছিল, এইবারে বিজেপির দখলে যায়। ভাঙচুরের পরেই গত বুধবার অঞ্চল অফিসের সামনে প্রতিবাদ সভায় পুলিশকে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। তিন দিনের মধ্যে না গ্রেপ্তার করতে পারলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। বৃহস্পতিবার উত্তর সোনামুই এলাকা থেকে চার জনকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ। শেখ জাকির হোসেন (বিরোধী দলনেতা উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত), শেখ আবুল কালাম, শুভ প্রসাদ মান্না এবং জগদীশ জানা। দুজনকে গ্রেপ্তারের পরে দুপুর একটা নাগাদ তমলুক কোর্ট অভিযুক্তদের পেশ করা হয়। এদের বিরুদ্ধে IPC ৪৪৭, ৪৪৮, ৩৪১, ৩২৩, ৪২৭, ৩৪ ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *