বিদেশের মাটিতে কাজে গিয়ে এখন তাদের থাকতে হচ্ছে অদ্ধ অনাহারে।

0
143

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ-দুবাইয়ে কাজে গিয়ে বিপাকে রাজ্যের ১৫ জন যুবক, দালাল চক্রের খপ্পরে পড়েই চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে বাংলার ওই ১৫ জন যুবকে । বিদেশের মাটিতে কাজে গিয়ে এখন তাদের থাকতে হচ্ছে অদ্ধ অনাহারে।
দুশ্চিন্তার মধ্যে পরিবারের লোকেরা।কবে দেখবে ছেলেদের মুখ ,পথ চেয়ে রয়েছে যুবকদের মায়েরা।
অভিযোগ,মালদা জেলার নালাগোলা ও পাকুয়ার দুই দালাল – দক্ষিণ দিনাজপুর ,মালদা ,কৃষ্ণ নগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫ জন যুবককে দুবাইয়ে অফিসিয়াল কাজ দেবে প্রলোভন দেখান।সেই দালাল চক্রের খপ্পরে পড়েন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাণগড় এলাকার বিপ্লব সরকার ও দেবাশিস সরকার নামক দুই মামা ভাগ্নে।দুবাইয়ে কাজ দেবে বলে সেই দালাল চক্র দুই মামা ভাগ্নের কাছে থেকে প্রায় ২.৫ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ তাদের পরিবারের।
পরিবারের সদস্যদের আরো অভিযোগ,তাদের ছেলেদের দুবাইয়ে কাজে নিয়ে গিয়ে অফিসিয়াল কাজ না দিয়ে শ্রমিকের কাজের থেকেও নিম্ন কাজ করেছেন কোম্পানির লোকেরা।সেই যুবকেরা বাড়ি ফিরতে চাইলে তাদের ঘর বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে কোম্পানির লোকেরা বলে অভিযোগ পরিবারের লোকজনের।বর্তমানে অদ্ধ অনাহারে একঘরের মধ্যেই বিদেশের মাটিতে পড়ে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের ১৫ জন যুবক।বিদেশের মাটি থেকে বাড়ি ফেরার আর্জি জানিয়েছেন তারা।
পুরো বিষয় নিয়ে গঙ্গারামপুরের দিশেহারা পরিবারের সদস্যরা এলাকার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দ্বারস্থ হলে বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।সাংসদ জানান দুবাইয়ে যাওয়া পরিবার তার সাথে যোগাযোগ করে বিষয়টি জানিয়েছেন,তিনি কেন্দ্রিয় বিদেশ মন্ত্রীর সাথে কথা বলে তাদের পরিবারের হাতে তুলে দেবার সুবন্দোবস্ত করবেন।
এখন দেখার বিষয় কবে সাংসদ বিদেশ থেকে ফিড়িয়ে আনে এবং পরিবারের মুখে হাসি ফুটায়।

বাইট – নিশারানি সরকার (বিপ্লব সরকারের মা )
বাইট – লক্ষ্মী সরকার ( দেবাশিস সরকারের মা)
সাংসদ সুকান্ত মজুমদার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here