ফুলিয়ার জঘন্য দুষকর্মে অত্যন্ত ভেঙে পড়েছেন প্রার্থীর চঞ্চল চক্রবর্তীর মা মিরা চক্রবর্তী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শান্তিপুর ফুলিয়া টাউনশিপ থেকে ২৮ নম্বর পঞ্চায়েত সমিতিতে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রার্থী হিসেবে লড়াই করছেন বিজেপির মন্ডল সভাপতি, পেশায় শিক্ষক চঞ্চল চক্রবর্তী। সম্প্রতি নির্বাচন সংক্রান্ত দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন সভা-সমিতিতে তিনি বলে আসছিলেন শাসক দল তাকে নানাভাবে, বিব্রত করে আসছে।
সরাসরি না হলেও, প্রকারন্তে বিজেপি প্রার্থীর মৃত্যু হুমকি। তার বাড়ির সামনে কেউবা কারা রেখে গেছে শ্রীমত ভগবত গীতা, তুলসী ,ধূপকাঠি এবং মিষ্টি এবং সাদা থান কাপড়। হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃত্যুর পর পরলৌকিক ক্রিয়াকর্মাদিতে যা ব্যবহৃত হয় সেই সব উপকরণ বাড়ির সামনে ফেলে রেখে প্রকৃতপক্ষে তার মৃত্যুর আগাম বার্তা হিসেবেই দিতে চেয়েছেন দুষ্কৃতীরা।
ফুলিয়ার জঘন্য এই দুষকর্মে অত্যন্ত ভেঙে পড়েছেন প্রার্থীর চঞ্চল চক্রবর্তীর মা মিরা চক্রবর্তী। তিনি বলেন রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে পরিবারের সাথে এ ধরনের আচরণ নোংরামি ছাড়া আর কিছু নয়।
চঞ্চল চক্রবর্তী বলেন মূলত, ওই কেন্দ্রে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পেরে না উঠে, জঘন্য এই নিম্নমানের রুচির পরিচয় বলে আখ্যায়িত করে সরাসরি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। তিনি আরো বলেন , শাসক দল বুঝতে পেরেছে এ কেন্দ্রে আমার জয় নিশ্চিত তাই পরিবারের আবেগ নিয়ে এবং প্রচ্ছন্ন মৃত্যু হুমকি দিয়ে দমাতে চাইছে।
যদিও ফুলিয়া টাউনশিপের বিদায়ী বোর্ডের প্রধান তথা এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী উৎপল বসাক জানান, একসময় সিপিএম পরবর্তীতে তৃণমূল দলে থেকে যে, নিজেই ধমকানো চমকানোর রাজনীতিতে সিদ্ধহস্ত ছিলেন আজ তার বাড়িতে এই ঘটনা যথেষ্ট সন্দেহজনক। পায়ের তলা থেকে জমি হারিয়ে প্রচারে আসার জন্যই হয়তো এই অপপ্রচেষ্টা। তবে তিনি তদন্তের দাবি জানিয়েছেন, প্রকৃত রহস্য উন্মোচনের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *