শুক্রবার পিপলস অ্যাসোসিয়েশনের‌ পক্ষ থেকে রাজবংশী ভূমিপুত্র জাগরণ‌ যাত্রার‌ আয়োজন করা হয়।

0
3195

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের‌ পক্ষ থেকে রাজবংশী ভূমিপুত্র জাগরণ‌ যাত্রার‌ আয়োজন করা হয় শুক্রবার। রংধামালি থেকে বিশাল মিছিল নিয়ে জলপাইগুড়ি শহরে আসেন‌ সংগঠনের সদস্যরা।

ভারতভুক্তি‌ চুক্তির‌ বাস্তব‌ রূপায়ণ, রাজবংশী ভাষা, কৃষ্টি, সংস্কৃতি ও ইতিহাসকে রক্ষা‌ করার‌ দাবি নিয়ে ‌এই জাগরণ‌ যাত্রার আয়োজন। এতে সামিল হয়েছেন অসংখ্য রাজবংশী ভূমিপুত্র মানুষ। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের‌ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে বের করা‌ হয় এই মিছিল। রাজবংশী ভূমিপুত্রদের‌ এই জাগরণ‌ যাত্রায় সামিল হয়েছেন জেসিপিএ এর নেতা বংশীবদন বর্মন।
এদিন বিকেলে জলপাইগুড়ি সদর ব্লকের রংধামালির মহারাজা মেলার মাঠ থেকে মিছিল শুরু হয়। সেখান থেকে কালিয়াগঞ্জ, ডেঙ্গুয়াঝাড় ও গোশালা মোড় হয়ে জলপাইগুড়ি শহরের বৈকুন্ঠপুর রাজবাড়িতে এসে শেষ হয় মিছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here