জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রাজগঞ্জের বিডিও গত কয়েকদিনে সারপ্রাইজ ভিজিটে খবরের শিরোনামে। ক্রান্তি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রীমিল্ সরেন পিছিয়ে নেই। তিনিও ইতিমধ্যে দুয়ারে রেশন পরিষেবা সঠিক উপভোক্তাগণ পাচ্ছেন কিনা সেই ব্যাপারে সারপ্রাইজ পরিদর্শন করেন। আজকে তিনি আচমকা রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধলাবাড়ি গ্রামের রায়পাড়া এবং খালধুরা এলাকাতে সারপ্রাইজ ভিজিটে যান এবং সবার বাড়িতে শৌচালয় আছে কিনা বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নেন। ক্রান্তির বিডিও সাহেব রিমিল সরেন সারপ্রাইজ ভিজিট করেন সকলের বাড়িতে শৌচালয় আছে কিনা তা তিনি পরিদর্শন করেন যাদের বাড়িতে শৌচালয় নেই তাদের বাড়িতে যাহাতে শৌচালয় হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা তিনি করে দেবেন বলে বাসিন্দাদের আশ্বাস দেন। এছাড়া তিনি এলাকার মহিলারা সকলেই লক্ষীর ভান্ডার পান কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন ,যারা পান না তাদেরকে আগামী ১৫ নভেম্বর থেকে যে দুয়ারে সরকার হবে সেখানে আবেদন করার জন্য জানান ।এবং কি গ্রামের
সব শিশুরাই যাতে স্কুলে যায় সে বিষয়ে অভিভাবকদের সাথে আলোচনা করেন।গ্রামে এভাবে এসে বিডিও সাথে কথা বলে স্থানীয় বাসিন্দারা খুবই খুশি।ক্রান্তি বি ডি ও রিমিল সরেন মহাশয় এরকম সারপ্রাইজ পরিদর্শনে ক্রান্তি ব্লক জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।