জলপাইগুড়ি‌র পলিটেকনিক কলেজের ডিসিআরসি সেন্টার থেকে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশে র‌ওনা হলেন ভোট কর্মীরা।

0
53

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ি‌র পলিটেকনিক কলেজের ডিসিআরসি সেন্টার থেকে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশে র‌ওনা হলেন ভোট কর্মীরা। ভোটকর্মীদের পাশাপাশি পুলিশ কর্মীরা‌ও র‌ওনা হয়েছে‌ন ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশে। জলপাইগুড়ি সদর ব্লকে এবার ভোট কর্মীদের জন‍্য ডিসিআরসি সেন্টার করা হয়েছে পলিটেকনিক কলেজে। শুক্রবার সকাল থেকে ভোট‌কর্মীরা এখানে এসে মিলিত হয়েছেন। সবকিছু বুঝে নিয়ে এই সেন্টার থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছেন ভোটকর্মীরা। জলপাইগুড়িতে এদিন সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনে এবার জলপাইগুড়ি জেলায় মোট ভোটার রয়েছেন ১৩ লক্ষ ৮৮ হাজার ৬৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৭ লক্ষ ২ হাজার ৫৬৫ জন। মহিলা ভোটারের সংখ্যা ৬ লক্ষ ৮৬ হাজার ৮৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। নির্বাচন ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় নাকা চেকিং বসানো হয়েছে। পুলিশের নজরদারি চলছে সর্বত্র। ডি সি এস সি তে পৌঁছে ডিএসপি সমীর পাল জানান, কেন্দ্রীয় বাহিনী বুথে বুথে পৌঁছে যাবে। ডিসিআরসি থেকে ভোট কর্মীরা পুলিশ নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছে যাবে। এখন পর্যন্ত সব শান্তিপূর্ণভাবেই চলছে ভোট প্রক্রিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here