বিভিন্ন বিধি নিষেধের জেরে জৌলুষ হীন তিস্তা পাড়।

0
46

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ২৫ শে ডিসেম্বর মানেই তিস্তা স্পারের পিকনিক, কিন্তু বিভিন্ন বিধি নিষেধের জেরে জৌলুষ হীন তিস্তা স্পার। বিভিন্ন নিষেধাজ্ঞার জেরে তিস্তার স্পার ছেড়ে দুরে ঠিকানা খুঁজে নিচ্ছেন চড়ুইভাতি প্রেমি মানুষের। মাইক বাজানো নিষিদ্ধ থাকায় এবার গুটিকয়েক এলাকাবাসী শুধু পিকনিক করছে ওই এলকায় । এ বিষয়ে পূর্ণিমা দে জানান আগের মত আর নেই তিস্তার স্পার। আমরা পান্ডাপাড়া থেকে এসেছি প্রতি বছরই আশী তাই এবারও আসলাম। সকলে মিলে পিকনিক করব খুব ভালো লাগছে। আগে সকলে মিলে কিকনিক করতাম প্রচুর ভিড় লেগে থাকত কিন্তু এখন সবই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। হাতে গোনা কয়েক জন পিকনিক করছে। মনে হয় বিধিনিষীদের কারণে এই অবস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here