নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-
শারীরিক সমস্যার জন্য উৎসব থেকে যারা বঞ্চিত হয়ে যারা চিকিৎসা রত তাদেরই খোঁজখবর নিলেন শান্তিপুরের অন্যতম সামাজিক সংগঠন, বিতরণ করলেন ফল মিষ্টি সুষম আহার
নদীয়া:-
উৎসবের উচ্ছ্বাসে বাঁধ ভেঙেছে ধর্মীয় বেড়াজাল। তাই ঈদ হোক বা বড়দিন কিংবা দুর্গাপুজো বা অন্য যেকোনো ধর্মীয় আচার অনুষ্ঠান, সকলে মিলে পালন করার রেওয়াজ এ বাংলায়।
আজ বড়দিন। শান্তিপুরের অন্যতম সামাজিক সংগঠন শান্তিপুর মরমীর সদস্যরা সকাল হতেই বিগত বেশ কয়েক বছরের মতন এ বছরেও হাজির শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে।
সেখানে কেউ ভর্তি পেটের সমস্যা কেউবা হৃদ সংক্রান্ত সমস্যায় অথবা যে কোন ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে চিকিৎসারত। অথচ আজ তারাই সুস্থ থাকলে আনন্দে মাততেন সকাল থেকে। কেউ পরিবারের সাথে যেতেন চড়ুইভাতীতে কেউবা চার্জ কিংবা গির্জায় যেতেন উৎসব পালন করতে, কিন্তু শারীরিক সমস্যার কারণে আজ বিছানায় শুয়ে কাতরাতে হচ্ছে তাদের। কিন্তু এ সময়ে মাথার কাছে এসে গায়ে হাত বুলিয়ে যদি কেউ এক প্যাকেট ফল মিষ্টি কেক দিয়ে খোঁজখবর নেয় তাহলে মানসিকভাবে অনেকটাই তৃপ্তি লাভ করা যায়, যা চিকিৎসার সহযোগী। ঠিক এই কারণেই হয়তো আজকের এই বিশেষ দিনে শান্তিপুর মরমে সংস্থার প্রায় ১৫ জন সদস্য সদস্যা যারা অধিকাংশই প্রবীণ তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। মৃত ব্যক্তির কর্নিয়া সংগ্রহের মাধ্যমে দৃষ্টিহীন ব্যক্তিদের পৃথিবীর আলো দেখানো তাদের মূল উদ্দেশ্য এ ব্যাপারে বিগত বেশ কয়েক বছর যাবত শুধু জেলা নয় রাজ্যের মধ্যেও অন্যতম হয়ে উঠেছে এই সংগঠনে তবে থ্যালাসেমিয়া, এবং অন্যান্য শারীরিক নানা বিষয়েও তারা কাজ করে থাকেন নিয়মিত সামাজিক দায়িত্ব পূরণে সংগঠনের প্রতিষ্ঠা দিবস কিংবা বিশেষ কোন পালনীয় দিন অথবা উৎসবের দিনে তারা এভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করেন।
আজ শান্তিপুর হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন প্রায় ৭০ জন রোগীকে তারা ফল মিষ্টি ডিম সেদ্ধ তুলে দেন, হাসপাতালের সাফাই কর্মীসহ সকল অস্থায়ী কর্মী যারা স্বল্প বেতনে নিরলসভাবে মানুষের পরিষেবায় নিযুক্ত আছেন তাদেরকেও ফল মিষ্টি প্রদান করে সম্মান জানান।